
মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ওয়াশিংটন। ইতোমধ্যে এয়ারক্রাফট বহন করার সুবিধাসম্পন্ন যুদ্ধজাহাজটি রওনা হয়েছে। ইরানের চলমান বিক্ষোভ ঘিরে তেহরানের সঙ্গে সৃষ্ট উত্তেজনার মধ্যেই গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এবং এনবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে বলা হয়, মধ্যপ্রাচ্যের পথে রওনা হওয়া এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজটির নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন।
ইরানের চার প্রতিবেশী দেশ কাতার, জর্ডান, ইরাক, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। এ ঘাঁটিগুলোতে অবস্থান করছেন প্রায় ৩ হাজার মার্কিন সেনা। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় এই চার দেশের ঘাঁটিতে সেনার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে পেন্টাগন।
জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয় ইরানে। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা।
The post মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র appeared first on অর্থসূচক.