
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তার ব্যবসা আরও বহুমুখীকরণ ও সম্প্রসারণ করতে যাচ্ছে। এবার নতুন করে আবাসন ও সেমিকন্ডাক্টর ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভায় বিষয়টি অনুমোদন করা হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, নতুন দুই ব্যবসা শুরু করতে এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড নামের দুটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এসিআইয়ের পরিচালনা পর্ষদ।
এসিআই প্রপার্টিজ লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। এসিআই পিএলসি নতুন এই প্রতিষ্ঠানের ৮৫ শতাংশ শেয়ার ধারণ করবে।
এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেডেরও অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা হবে। এটিরও ৮৫ শতাংশ শেয়ার এসিআইয়ের কাছে থাকবে।
দেশে হাউজহোল্ড প্রোডাক্টসের চাহিদা বাড়তে থাকায় এই খাতে নতুন নতুন কোম্পানি ও কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে। আর এসব পণ্যের জন্য প্রয়োজন হচ্ছে সেমিকন্ডাক্টরের। এই বিপুল চাহিদা পূরণের লক্ষ্যে সেমিকন্ডাক্টরের ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিয়েছে এসিআই। সেমিকন্ডাক্টরের আন্তর্জাতিক বাজারের আকারও অনেক বড়। বর্তমানে সেমিকন্ডাক্টরের বৈশ্বিক বাজার প্রায় ৭৭২ বিলিয়ন ডলারের।
The post সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই appeared first on অর্থসূচক.