
রমজানে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদুল নববিতে জামাতে তারাবিহর নামাজ ১০ রাকাত হবে। এরপর আদায় করা হবে ৩ রাকাত বিতর নামাজ। হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তবে বিশ্বব্যাপী করোনা মহামারির আগে মুসলমানদের পবিত্রতম এই দুই মসজিদে মুসল্লিরা সাধারণত ২০ রাকাত তারাবিহ নামাজ জামাতে আদায় করতেন। তিক বছরগুলোতে তারাবিহ নামাজের রাকাত সংখ্যায় পরিবর্তন এসেছে।
এ ছাড়া তারাবিহ নামাজের জামাতে যারা ইমামতি করবেন, তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ও সরকারি নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সৌদির পবিত্র দুই মসজিতে জামাতে ১০ রাকাত তারাবিহ এবং এরপর ৩ রাকাত বিতর পড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে বিশ্বব্যাপী অনেক মসজিদে ২০ রাকাত তারাবিহ জামাতে আদায় করে থাকেন মুসল্লিরা।
তারাবিহর রাকাত কমানোতে মুসল্লিরা অন্যান্য ইবাদত বন্দেগিতে আরও মনোযোগী হতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতে তারা প্রার্থনা ও কোরআন তেলাওয়াতে বেশি সময় দিতে পারবেন বলে মনে করা হচ্ছে। মসজিদুল হারাম ও মসজিদুল নববিতে বিখ্যাত ইমামরা তারাবিহ নামাজে ইমামতি করবেন। যারা এতে সরাসরি অংশ নিতে পারবেন না, তারা বিশ্বের নানা প্রান্ত থেকে টেলিভিশন সম্প্রচার দেখতে পারবেন।
The post মক্কা-মদিনায় তারাবি নামাজ নিয়ে যে সিদ্ধান্ত জানালেন শায়খ সুদাইস appeared first on অর্থসূচক.