
বাংলাদেশে টিভিএস শ্রিচক্রা লিমিটেডের (টিএসএল) একমাত্র ডিস্ট্রিবিউটর হলো রানার ট্রেড পার্ক লিমিটেড।
রবিবার (২৮ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ববিখ্যাত টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিভিএস শ্রিচক্রা লিমিটেড (টিএসএল) বাংলাদেশের বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে রানার ট্রেড পার্ক লিমিটেডকে একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। এই চুক্তির আওতায় টিভিএস শ্রিচক্রা লিমিটেড (টিএসএল) কোম্পানির উন্নতমানের ইউরোগ্রিপ টায়ার বাংলাদেশে সরবরাহ করা হবে, যা রানার ট্রেড পার্ক লিমিটেডের মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সম্প্রতি রানার গ্রুপের হেড অফিসে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে রানার ট্রেড পার্ক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূদাবা তাজিন এবং টিভিএস শ্রিচক্রা লিমিটেড (টিএসএল)-এর পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাহাদাত হাসান শিমুল স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ, বাজার উন্নয়ন এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন টায়ার সহজলভ্য করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, আগামী দিনে রানার ট্রেড পার্ক লিমিটেড ও টিভিএস শ্রিচক্রা লিমিটেড (টিএসএল) যৌথভাবে আরও বৃহৎ পরিসরে ব্যবসা বিস্তারে কাজ করবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই অংশীদারিত্ব বাংলাদেশের অটোমোবাইল ও টায়ার শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অর্থসূচক/
The post বাংলাদেশে টিভিএস শ্রীচক্র’র একমাত্র ডিস্ট্রিবিউটর রানার ট্রেড পার্ক appeared first on অর্থসূচক.