
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেক্চারিং লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
গত বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ৫৮ পয়সা। সর্বশেষ অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে শেয়ার প্রতি ২ টাকা ৩৪ পয়সা আয় হয়েছে।
The post জেএমআই হসপিটাল রিক্যুইজিটের পর্ষদ সভার তারিখ ঘোষণা appeared first on অর্থসূচক.