
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার সীমান্তের কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করেছে রাশিয়া।
সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, “সোভিয়েত আমলে যে পরিস্থিতির কারণে রাশিয়া আইএনএফ চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে তা প্রযোজ্য নয়। ন্যাটো জোটভুক্ত দেশগুলো এখন রাশিয়ার নিরাপত্তা ও ভৌগলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে উঠেছে।”
১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত আইএনএফ চুক্তি অনুযায়ী, উভয় দেশ ইউরোপে একে অপরের দিকে পরমাণু অস্ত্র মোতায়েন না করার বিষয়ে একমত হয়েছিল।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “ন্যাটোভুক্ত দেশগুলোর রাশিয়াবিরোধী নীতির কারণেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে মস্কো।”
এর আগে, গত ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি রাশিয়ার কাছাকাছি ‘উপযুক্ত স্থানে’ দুইটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
মেদভেদেভকে দোষারোপ করে ট্রাম্প লেখেন, “তার উসকানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। শব্দ গুরুত্বপূর্ণ, এবং এগুলো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।”
মেদভেদেভ এই প্রসঙ্গে এক পোস্টে বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম খেলার চেষ্টা করছেন। এসব নাটুকেপনায় রাশিয়ার সময় নেই। প্রতিটি নতুন আল্টিমেটামের অর্থ, যুদ্ধের দিকে এক কদম অগ্রগতি।”
মেদভেদেভের সমালোচনার পরপরই ট্রাম্প সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। সেই সিদ্ধান্তের দুই দিনের মাথায় রাশিয়া আইএনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
অর্থসূচক/
The post যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে দাঁড়াল রাশিয়া appeared first on অর্থসূচক.