
ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ড কার্যক্রমের প্রথম বছরেই ২৬.২% রিটার্ন প্রদান করেছে, যা দেশের ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। দেশের শীর্ষ অ্যাসেট ম্যানেজার ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই ফান্ড পরিচালনা করছে, যা মূলত ট্রেজারি বন্ডে বিনিয়োগকৃত।
২০২৪ সালের ১লা সেপ্টেম্বর যাত্রা শুরু করা এ ফান্ডের ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক পিএলসি। এক বছরে ফান্ডটি ২১.২% ন্যাভ বৃদ্ধি ও ৫% ডিভিডেন্ড মিলিয়ে মোট ২৬.২% রিটার্ন দিয়েছে। ট্রেজারি বন্ড ছাড়াও ফান্ডটি শীর্ষস্থানীয় কর্পোরেট বন্ড ও আন্ডারভ্যালুড ব্লু-চিপ শেয়ারে বিনিয়োগ করে।
সরকারি ও কর্পোরেট বন্ডের নিরাপত্তার সাথে ইকুইটির প্রবৃদ্ধির সম্ভাবনা যুক্ত করে ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ড বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীলতা, ধারাবাহিক আয় ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির এক অনন্য সমন্বয় তুলে ধরছে।
ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি জানায়, এই সাফল্য তাদের শৃঙ্খলাপূর্ণ বিনিয়োগ কৌশল ও বিনিয়োগকারীদের মূলধন সংরক্ষণে অঙ্গীকারের প্রতিফলন।
The post ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ডের প্রথম বছরে ২৬.২% রিটার্ন appeared first on অর্থসূচক.