
১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরা একটি ব্যাগি গ্রিন ক্যাপ কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর। যার মূল্য ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (যা প্রায় ৩,৪৭,৯৬,৪৩২ বাংলাদেশি টাকা)।
জাদুঘরটি রাজধানী ক্যানবেরায় অবস্থিত, আর এই মূল্য পরিশোধে অর্ধেক সহায়তা দিয়েছে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। এই ক্যাপটি এখন জায়গা পেয়েছে জাতীয় জাদুঘরের ল্যান্ডমার্কস গ্যালারিতে, যেখানে অস্ট্রেলিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর স্মারক প্রদর্শন করা হয়।
এই ক্যাপটি পরে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেন ব্র্যাডম্যান। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম অ্যাশেজ সিরিজ। পাঁচ ম্যাচের সেই সিরিজে অস্ট্রেলিয়া জিতেছিল ৩-০ ব্যবধানে। এই সাফল্যই ভিত্তি তৈরি করে দেয় ১৯৪৮ সালের ‘ইনভিন্সিবলস’ ট্যুরের জন্য, যেখানে অজিরা ইংল্যান্ডে অপরাজিত ছিল।
অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক জানান, এই ক্যাপ কিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের ক্রীড়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত করা হলো, ‘স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেননি, এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। তাকে অনেকেই সর্বকালের সেরা ক্রিকেটার মনে করেন। এখন এই ক্যাপটি জাতীয় জাদুঘরে রাখা হওয়ায় দর্শকরা কাছ থেকে দেখতে পারবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে আরও ভালোভাবে সংযোগ করতে পারবেন।’
এ ধরনের ব্যাগি গ্রিন ক্যাপের অস্তিত্ব রয়েছে মাত্র ১১টি। একটি রয়েছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে, বাকিগুলোর অবস্থান ব্যক্তিগত মালিকানায় অথবা অজানা।
জাতীয় জাদুঘরের পরিচালক ক্যাথারিন ম্যাকমাহন বলেন, ‘স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন শুধু একজন কিংবদন্তি ব্যাটসম্যানের স্মারক নয়, এটি সেই সময়কে তুলে ধরে, যখন ক্রীড়াবিদরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী হতাশা কাটিয়ে মানুষকে আশা দিতে পেরেছিল।’
The post ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপের মূল্য সাড়ে ৩ কোটি টাকা appeared first on অর্থসূচক.