
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩১০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাইফুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ সিরাজুল ইসলাম এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা ও নীতিগত বিভিন্ন বিষয় পর্যালোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
অর্থসূচক/
The post ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত appeared first on অর্থসূচক.