
দেশের অন্যতম সামুদ্রিক প্রবেশদ্বার চট্রগ্রাম বন্দরের পেমেন্ট পদ্ধতিতে এক মাইলফলক রূপান্তর ঘটেছে। চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং ইস্টার্ন ব্যাংক (ইবিএল) এর পারষ্পরিক সহযোগিতায় চালু হয়েছে এপিআই প্রযুক্তিভিত্তিক সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট পদ্ধতি।
শনিবার সন্ধ্যায় রেডিসন ব্লু চট্রগ্রাম হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডঃ এম. সাখাওয়াত হোসেন এই উদ্যোগকে স্মার্ট এবং দক্ষ আগামীর যাত্রায় একটি সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন, “এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে ডিজিটাল গভর্নেন্স বাস্তবায়নে বন্দর কর্তৃপক্ষের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে যা বন্দরের পেমেন্ট অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করবে”।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা যেকোন স্থান থেকে ভ্যাট, এআইটি, ওয়েলফেয়ার চার্জসহ অন্যান্য পেমেন্ট সহজেই সম্পন্ন করতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট কনফার্মেশন লাভ করবেন। অডিটের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত হবে। সর্বোপরি বন্দরের জট এবং পরিচালন ব্যয় হ্রাস পাবে, সকল অংশীজনদের ক্ষেত্রে টার্ন-এরাউন্ড সময় কমে আসবে এবং দীর্ঘসুত্রিতার অবসান ঘটবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডঃ শাহাদাৎ হোসেন বলেন, “ডিজিটাল পেমেন্ট পদ্ধতির সফল প্রবর্তন চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইস্টার্ন ব্যাংকের কার্যকরি সহযোগিতার প্রমান। উদ্ভাবন, স্বচ্ছতা এবং সেবার ক্ষেত্রে উৎকর্ষতা অর্জনে এটি একটি অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন। অধিকতর দক্ষতা অর্জনের এই উদ্যোগকে স্বাগত জানাই, যা একটি স্মার্ট ও ভবিষ্যতের জন্য প্রস্তুত নগরী বিনির্মানে আমাদের ভিশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ”।
চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, “আমাদের বর্তমান পেমেন্ট পদ্ধতি যথেষ্ট দক্ষ হলেও তা মূলত ম্যানুয়াল পদ্ধতি নির্ভর। ইস্টার্ন ব্যাংকের সঙ্গে আমাদের পার্টনারশীপের মাধ্যমে আমরা একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, সুরক্ষিত এবং স্বচ্ছ পেমেন্ট কাঠামো উপহার দিতে পেরেছি”।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে জানান, “বাংলাদেশের সমুদ্রপথ বানিজ্যে চট্রগ্রাম বন্দরটি মেরুদন্ড স্বরূপ। ইবিএল-পাওয়ার্ড প্ল্যাটফর্মটি ডিজিটাল ভবিষ্যতে প্রবেশের ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ। এটা শুধুমাত্র সিস্টেম আপগ্রেডই নয়, বরং রাজস্ব আদায় এবং সেবা প্রদানে নতুন এক দৃষ্টিভঙ্গি।
অনুষ্ঠানে ইবিএল এর পক্ষ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও ওসমান এরশাদ ফয়েজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ট্রেজারি বিভাগ প্রধান মেহদী জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ট্রানজেকশন ব্যাংকিং প্রধান মোঃ জাবেদুল আলম, ডিজিটাল আর্থিক পরিষেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী এবং কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম।
ক্যাপশনঃ চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইস্টার্ন ব্যাংকের পারষ্পরিক সহযোগিতায় চট্রগ্রাম বন্দরে চালু হলো ডিজিটাল পেমেন্ট পদ্ধতি। শনিবার সন্ধ্যায় রেডিসন ব্লু চট্রগ্রাম হোটেলে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্ঠা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডঃ এম. সাখাওয়াত হোসেন, চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডঃ শাহাদাৎ হোসেন, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
The post চট্টগ্রাম বন্দরে ডিজিটাল পেমেন্ট সেবা দেবে ইস্টার্ন ব্যাংক appeared first on অর্থসূচক.