
ধর্ষণের শিকার তরুণীর পরিবারের ইচ্ছায় ইরানে এক ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। ওই ধর্ষক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেন আদালত।
ইরানের আদালতবিষয়ক সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ওই তরুণীর পরিবার উত্তরপূর্বাঞ্চলের শহর বুকানের বাসিন্দা। তারা পুরো বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল এবং তারাই ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর অনুরোধ করেছিল। পরবর্তীতে আদালত তাদের অনুরোধ গ্রহণ করে।
ইরানের প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি সংবাদমাধ্যম মিজানকে বলেছেন, “সাধারণ মানুষের মামলাটির প্রতি নজর থাকায়, এটিতে বিশেষ নজর দেওয়া হয়েছিল।
গত মার্চে ওই ধর্ষকের মৃত্যুদণ্ডের রায় দেন নিম্ন আদালত। এরপর ইরানের সর্বোচ্চ আদালত দণ্ড বহাল রাখলে তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়।
ইরানে সাধারণত ফাঁসিতে ঝুলিয়ে প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিশেষ করে যেসব ঘটনা বেশি আলোচিত হয় সেগুলোর দণ্ড সবার সামনে কার্যকর হয়।
ইরানে ধর্ষণ এবং হত্যা মৃত্যদণ্ডযোগ্য অপরাধ। বিশ্বে চীনের পর ইরানে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অর্থসূচক/
The post পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান appeared first on অর্থসূচক.