
বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪৮ কোটি টাকা সুদ মওকুফ নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের বৈঠকে মোশারফ হোসেনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন পর্ষদের কয়েকজন সদস্য। পরদিনই তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন।
ব্যাংকের ঋণখেলাপি প্রতিষ্ঠান সুরুজ মিয়া স্পিনিং মিলসের নামে রয়েছে প্রায় ৮৮ কোটি টাকার ঋণ। এর মধ্যে ব্যাংকটি সম্প্রতি ৪৮ কোটি টাকা সুদ মওকুফের সিদ্ধান্ত নেয়, যা বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির জন্য পাঠানো হয়েছে।
ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া অতীতে ওই প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পর্ষদ চেয়ারম্যান আতাউর রহমানের সঙ্গে তিনিও সুদ মওকুফের সিদ্ধান্তে সক্রিয় ছিলেন। তবে এমডি মোশারফ হোসেন এতে আপত্তি জানান।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র দ্রুত আনতে এমডির ওপর চাপ প্রয়োগ করা হয়। তিনি রাজি না হওয়ায় পর্ষদ বৈঠকে তাঁকে অপসারণের হুমকি দেওয়া হয়। পরদিন তিনি পদত্যাগ করেন।
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক কমার্স ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে।
মোশারফ হোসেন চলতি বছরের ১৬ জানুয়ারি তিন বছরের জন্য এমডি হিসেবে যোগ দেন। এর আগে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ছিলেন। তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয় ১৯৮৭ সালে উত্তরা ব্যাংকে।
বিষয়টি নিয়ে জানতে একাধিকবার ফোন করেও পর্ষদ চেয়ারম্যান আতাউর রহমান ও নির্বাহী চেয়ারম্যান মহসিন মিয়া-কে পাওয়া যায়নি।
অর্থসূচক/
The post ৪৮ কোটি টাকা সুদ বিতর্কে কমার্স ব্যাংকের এমডির পদত্যাগ appeared first on অর্থসূচক.