
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি (৮২) যুক্তরাজ্যের লন্ডনে মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর লন্ডনের স্থানীয় সময় গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে বুহারির মৃত্যু হয়। এদিন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
সোমবার (১৪ জুলাই) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেনে এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৫ সালের সাধারণ নির্বাচনে ইতিহাস গড়েছিলেন বুহারি। আধুনিক নাইজেরিয়ার ইতিহাসে তিনিই প্রথম বিরোধীদলীয় প্রার্থী হিসেবে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে নির্বাচনে হারিয়ে দেন। গুডলাক জোনাথনকে পরাজিত করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট হন বুহারি। ২০১৫ সালের নির্বাচনকে নাইজেরিয়ার অন্যতম সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়।
বুহারি ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। ১৯৮০-এর দশকে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এক দফায় দেশ শাসন করেছিলেন তিনি।
পরবর্তী সময়ে বেসামরিক রাজনীতিক হিসেবে আত্মপ্রকাশ করেন বুহারি। তখন তিনি নিজের একটি ‘নমনীয়’ ভাবমূর্তি গড়ে তোলেন। তিনি নিজেকে ‘পরিবর্তিত গণতন্ত্রী’ হিসেবে পরিচয় দিতেন।
২০১৫ সালের মে থেকে ২০২৩ সালের মে পর্যন্ত টানা নাইজেরিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বুহারি।
বুহারি নাইজেরিয়ার গণতান্ত্রিক পরিবর্তনের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তবে যে রূপান্তরের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
অর্থসূচক/
The post নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুহারি লন্ডনে মারা গেছেন appeared first on অর্থসূচক.